
সকালে একটা শিশু একাডেমীর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ ছিলো। আন্ত:জেলা সাংস্কৃতিক বিনিময় উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের। কক্সবাজার শিশু একাডেমী'র একটি দল তাদের রাখাইন নৃত্য দিয়ে পরিবেশনা শুরু করে। আমি কয়েকটা ছবি তুলে চলে আসি। একমিনিটের একটা ক্লিপ ও রেকর্ড করি।
ইউটিউবে কয়েকমাস আগে একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। কয়েকটা ক্লিপ ও আপলোড করেছিলাম। কিন্তু তার ইউজার নেম ভুলে যাই বারে বারে। এই অ্যাকাউন্টটা জিমেইল আইডি দিয়েই তৈরি করা। তাই জিমেইল থেকে ম্যানেজমেন্টে সুবিধা। পরীক্ষামূলকভাবে ভিডিওটা আপলোড করলাম।
ভিডিও কোয়ালিটি ভালো না। কোয়ালিটি ভালো রাখতে গেলে ফাইল সাইজ বেড়ে যায়। আপলোডে অসুবিধা হয়।