গত কিছুদিন ব্লগে আমার উপস্থিতি প্রায় নেই বললেই চলে। উঁকি দিয়েও দেখা হয়নি খুব একটা। সে যাই হোক। মাঝখানে আমার
ব্লগস্পটের ব্লগটা নিয়ে ব্যাপক গবেষণা করেছিলাম। নতুন থিম যোগ করে, সেটার অনুবাদ, প্রয়োজন অনুযায়ি কাস্টমাইজেশন করলাম। আমি প্রোগামার নাই। তাই প্রচুর সময় লেগেছে বিষয়টি বুঝতে। এমন নয় বুঝে গেছি। আসলে ওপেন সোর্স কোডের কারণে এদিক ওদিক থেকে জোড়া দিয়ে, নেটে ছড়ানো টিউটোরিয়াল অনুসরণ করে ব্লগটা মোটামুটি একটা পর্যায়ে দাঁড় করালাম। গবেষণা করতে গিয়ে আমাদের স্থানীয়
লোকসংবাদ পত্রিকার জন্য ব্লগার দিয়েই একটা ডেমো দাঁড় করিয়ে ফেললাম। সেটা দেখে সম্পাদকসহ সবার খুব পছন্দ হলো। শেষমেষ আমার ডেমোটাই আসল ডোমেইনে হোস্ট করা হলো। :D<
আমার এত প্রতিভা! আগে বুঝি নাই!
ফেইসবুকে যোগ করুন